সি.আর.আইর সংবাদদাতা ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট পক্ষ থেকে জানতে পেরেছেন যে, চীনের বৈদ্যুতিক রেলপথ ২০ হাজার কিলোমিটারে ছাড়িয়েছে, তাতে চীন রাশিয়া, জার্মানির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বৈদ্যুতিক রেলপথ অধিকারী দেশ পরিণত হয়েছে।
জানা গেছে, গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে এ পর্যন্ত চীন পর পরএকাধিক বৈদ্যুতিক রেলপথ নির্মান করেছে। চীনের নিজস্ব গবেষণা এবং নির্মানের একটি বিশেষ বৈদ্যুতিক রেলপথে পরীক্ষার সময়ে রেলগাড়ির ঘন্টায় ৩২০ গতিবেগ কিলোমিটারে পৌঁছেছে।
|