দু'তীরের সম্পর্ক সংক্রান্ত সমিতির পরিচালক ওয়াং তাওহান ২৪ ডিসেম্বর মারা গেছেন। হংকং ও ম্যাকাওয়ের সংবাদ মাধ্যম পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছে। স্থানীয় কাগজপত্র সম্পাদকনীয় প্রবন্ধ প্রকাশ করে দু'তীর সম্পর্ক উন্নয়ন ও চীনের শান্তি একীকরণ প্রক্রিয়ায় ওয়াং তাওহান যে অবদান রেখেছেন তার উচ্চ প্রশংসা করেছে।
হংকংয়ের তাকুং পত্রিকা ২৬ ডিসেম্বর বলেছে, ওয়াং তাওহান এবং তাইওয়ানের যোগাযোগ তহবিলের প্রয়াত পরিচালক কু জেনফু, দুটি সংস্থার প্রতিনিধি হিসেবে এক-চীন নীতি অনুসরণ সম্পর্কিত যে মৌখিক ঐক্যমত অর্জন করেছেন তা হলো দু'তীর সম্পর্ক আলোচনার রাজনৈতিক ভিত্তি।
ওয়াং তাওহান মারা গেছেন, তবে এক-চীন নীতির ভিত্তিতে দু'তীরের সম্পর্কের আলোচনা চলতে থাকবে।
হংকংয়ের মিং পত্রিকা তার সম্পাদকনীয় প্রবন্ধে বলেছে, দু'তীরের সম্পর্কের বেরিতা থেকে আদানপ্রদান, সহযোগিতা এবং একীকরণ বাস্তবায়নের প্রক্রিয়ায় রূপান্তরের ব্যাপারে ওয়াং তাওহান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
|