ইসরাইলের হেলিকপ্টার ২৭ ডিসেম্বর গাজা এলাকার ওপর রকেট নিক্ষেপ করেছে , এই খবর পাওয়া পর্যন্ত কোনো মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি ।
জানা গেছে , ফিলিস্তিনের প্রধান প্রধান দল ফাতাহের অধীনস্থ সামরিক সংস্থা "আল-আকসা মার্টিস ব্রিগেডের" দুটি কার্যালয় রকেটের শিকার হয়েছে । ইসরাইলের সামরিক পক্ষ বলেছে , আল-আকসা মার্টিস ব্রিগেড বর্তমানে নতুন সৈন্য সংগ্রহ করছে এবং ইসরাইলের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
চলতি মাসের ২৩ তারিখে ইসরাইল হুমকি দিয়ে বলেছে যে , উত্তর গাজা এলাকায় একটি বাফের এলাকা গড়ে তুলবে , যাতে ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিরা গাজা এলাকা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করতে না পারে । তবে খারাপ আবহাওয়ার কারণে ইসরাইল বাফের এলাকা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত করে নি ।
|