 উত্তর ইউরোপীয় দেশগুলো ২৬ ডিসেম্বর পৃথক পৃথকভাবে গত বছরে ভারত মহাসারীয় সুনামিতে নিহতদের স্মরণে অনুষ্ঠান আয়োজন করেছে।
সুইডের রাজধানী স্টোকহোলমের কেন্দ্র-স্থলে সুনামিতে যাদের আত্মীয়স্বজন প্রাণ হারিয়েছেন সুইডেনের সেই কয়েক'শ নাগরিক সুইডেনের রাজা, রানী এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে তুষারের মধ্যে ৫৪৩টি মোমবাতি জ্বালিয়ে সুইডের ৫৪৩জন নিহত নাগরিকের স্মরণ করেছেন। সুনামির প্রথম বার্ষিকী উপলক্ষে নরওয়েইতে রানী সোন্জা হারাল্ডসেন, রাজকুমার এবং পররাষ্ট্রমন্ত্রি জোনাস গাহর স্টর সেদিন বিকেলে ওস্লোয় আয়োজিত স্মৃতিসভায় উপস্থিত ছিলেন। সেদিন সকাল থেকে উত্তর ইউরোপীয় দেশগুলোর টেলিভিশন কেন্দ্র থাইল্যান্ডের সমুদ্রের তীরে আয়োজিত স্মারক তত্পরতা সম্প্রচার করেছে।
উত্তর ইউরোপীয় দেশ ছাড়া, ব্রিটেন ও ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশেও স্মারক তত্পরতা আয়োজিত হয়েছে।
|