২৫ ডিসেম্বর রাতে চীনের কুয়াং তোং প্রদেশের চোংশান শহরের একটি বারে সংঘটিত অগ্নিকাণ্ড ঘটনায় চার জন ব্যবস্থাপক আটক হয়েছেন।
তদন্ত থেকে জানা গেছে যে, এই বার অবৈধ। অগ্নিকাণ্ড প্রতিরোধের সচেতনতা খুবই দুর্বল। চার জন ব্যবস্থাপক সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না পেয়েই অবৈধভাবে পাতলা দেওয়াল নির্মাণ করে কক্ষের সংখ্যা বাড়িয়েছে। এটাই এই দুর্ঘটনার প্রধান কারণ।
এই দুর্ঘটনায় মোট ২৬ জন নিহত এবং অন্য ১১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের চিকিত্সার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল।
|