২০০৭ সালে হংকংয়ের প্রশাসক নির্বাচন ও ২০০৮ সালে আইন পরিষদ নির্বাচনের সংস্কার সম্পর্কে হংকং বিশেষ অঞ্চল সরকারের উত্থাপিত প্রস্তাব আইন পরিষদে গৃহীত না হওয়ায় হংকংয়ের শিল্প ও বাণিজ্য মহলের বিশিষ্ট ব্যক্তিরা হতাশা প্রকাশ করেছেন।
হংকংয়ের চীনা শিল্পপতি সমিতির চেয়ারম্যান ইয়াং সি এই প্রসঙ্গে বলেছেন, এই প্রস্তাব গৃহীত হবে বলে হংকংয়ের শিল্প ও বাণিজ্য মহলের প্রত্যাশা ছিল ।এরপর হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত বিতর্কের অবসান ঘটবে এবং রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীলভাবে বিকশিত হবে । কিন্তু আইন পরিষদের বিরোধী গোষ্ঠীর সৃষ্ট বাধার দরুণ এই প্রস্তাব যে নাকচ হয়েছে তাতে শিল্প ও বাণিজ্য মহল হতাশ হয়েছে ।
হংকংয়ের সাধারণ বাণিজ্য সমিতির চেয়ারম্যান আইর্তেন বলেছেন, ধাপে ধাপে সাধারন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রথমে গণতন্ত্র প্রসারের ভিত্তিস্থাপন করতে হবে । কাঠামোগত শর্ত খতিয়ে দেখার পর হংকং বিশেষ অঞ্চল সরকারকে গ্রহণীয় রোড ম্যাপ তৈরী করতে হবে ।
|