চীনের রেডক্রস সোসাইটির উপমহাপরিচালক জিয়াং ইয়ে মান ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , সুনামি নামে ভারত মহাসাগরের জলোচ্ছাস ঘটার পরবর্তী এক বছরে চীনের রেডক্রস সোসাইটি সুনামি -পীড়িত দেশগুলোকে ২৪ কোটি ইউয়ানের বেসরকারী সাহায্য দিয়েছে ।
জিয়াং ইয়ে মান আরো বলেছেন , গত ৩০ নভেম্বর পর্যন্ত চীনের রেডক্রস সোসাইটি সুনামি -দুর্গত দেশগুলোর জন্য চীনের সমাজের বিভিন্ন মহলের কাছ থেকে যে চাঁদা ও ত্রানসামগ্রি পেয়েছে তার মোট মু্ল্য ৪৪ কোটি ইউয়ান । ৫৯ শতাংশ চাঁদা দুর্গত দেশগুলোকে দেওয়া হয়েছে বা হচ্ছে ।
দুর্গত দেশগুলোর পুনর্গঠন প্রসঙ্গে জিয়াং ইয়ে মান বলেছেন, দুর্গত দেশগুলোর পুনর্গঠনে পাঁচ থেকে দশ বছর সময় প্রয়োজন , চীনের রেডক্রস সোসাইটি অব্যাহতভাবে দুর্গত দেশগুলোর পুনর্গঠনে সাহায্য দিতে থাকবে ।
|