চীনের আর্থ-সামাজিক উন্নয়নের কল্যাণে চীনের কিশোর -কিশোরী আর তরুণ-তরুণীদের স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতি হয়েছে ।তবে সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে মানসিক প্রতিবন্ধীদের সংখ্যাও ক্রমাগত বাড়ছে ।
সম্প্রতি প্রকাশিত চীনের কিশোর -কিশোরী আর তরুণ-তরুণী গবেষণা কেন্দ্রের এক তদন্ত-রিপোর্টে জানা গিয়েছে , চীনের অনুর্ধ্ব ১৭ বছর বয়সী তিন কোটি কিশোর -কিশোরী আর তরুণ-তরুণী যে মনোবৈকল্য -জর্জরিত তার পরিচয় মিলে আশেপাশের মানুষদেরসঙ্গে তাঁদের সম্পর্ক , অস্থির মনোবৃত্তি এবং লেখাপড়ার প্রতি বিতৃষ্ণায় ।
এই রিপোর্টে বলা হয়েছে, চীনের কিশোর -কিশোরী আর তরুণ-তরুণী রয়েছেন দ্রত পরিবর্তনশীল সমাজে ।তাঁরা পড়াশোনা , কর্মসংস্থান, আর্থিক সমস্যা , ও মানুষে-মানুষে সম্পর্ক প্রভৃতি ক্ষেত্রের প্রবল চাপে পড়েছে ।
জানা গিয়েছে , চীন সরকারের প্রণীত নতুন শিক্ষা পরিকল্পনা অনুযায়ী কিশোর -কিশোরী আর তরুণ-তরুণীদের মন:রোগ নিবারণের জন্য চীনের শিক্ষা প্রতিষ্ঠানে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য ক্লাস খোলা হয়েছে এবং নিয়মিত মন:রোগ বিষয়ক সেমিনারও আয়োজিত হয় ।
|