সোং হুয়া নদীর দুষিত পানিতে ব্যবহার করার জন্যে চীন রাশিয়াকে যে ৪০০টনী একটিভ কার্বন দিয়েছে তা ২৬ ডিসেম্বর রাশিয়ার দূর প্রাচ্যের খাবারোভস্ক শহরে পৌঁচেছে ।
খাবারোভস্কস্থ চীনের জেনারেল কন্সুলার ফান সিয়েনরোং বলেছেন , এই ৪০০ টনী একটিভ কার্বন রাশিয়াকে চীনের দেয় দ্বিতীয় দফা ১০০০ টনী একটিভ কার্বনের এক অংশ । বাকি ৬০০ টনী একটিভ কার্বন শীগ্গীরই রাশিয়ায় পাঠানো হবে ।
এর আগে চীন সরকার রাশিয়াকে দেড়শ' টনী একটিভ কার্বন এবং দ্রত পানি পরীক্ষা করার যন্ত্রপাতিসরবরাহ করেছে । যাতে এই যন্ত্রপাতি তাড়াতাড়ি যথাশীঘ্র কাজে লাগানোর জন্যে চীন পক্ষ বিশেষজ্ঞপাঠিয়ে রাশিয়ার প্রকৌশলীকে প্রশিক্ষণ দিয়েছেন । চীন সময়োচিতভাবে রাশিয়াকে যে একটিভ কার্বন সরবরাহ করেছে তা সোং হুয়া নদীর দুষণ সমস্যার মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
|