ইন্দোনেসিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়ুধোয়োনো ২৬ ডিসেম্বর বান্দা আচেহতে আয়োজিত আচেই ও নিয়াসে সুনামি ঘটার প্রথম বার্ষিকী পালন অনুষ্ঠানে জলোচ্ছ্বাস পূর্বাভাস ব্যবস্থার সংকেত ঘড়ি বাজিয়েছেন। তা হলো আচেই অঞ্চলে স্থাপিত ৬ষ্ঠ পূর্বাভাস ব্যবস্থার ব্যবহার শুরু হওয়ার প্রতীক।
জানা গেছে, এই পূর্বাভাস ব্যবস্থা জার্মানি ও ইন্দোনেসিয়ার বৈজ্ঞানিকদের মিলিত প্রচেষ্টার সুফল। সমুদ্রতলে ইন্দ্রিয় সরঞ্জাম ও সাগরে বয়া রাখার মাধ্যমে জলোচ্ছ্বাসের সঙ্কেত পর্যবেক্ষণ স্টেশনে পাঠানো হয়। এই ব্যবস্থা জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করতে পারে এবং ভূমিকম্প হওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে জলোচ্ছ্বাসের পূর্বাভাসের সঙ্কেত পাঠাতে পারে।
|