চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময়ে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে বিদেশী পুঁজি বিনিয়োগে চীনে বিজ্ঞাপন কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।
চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য ব্যুরোর বিজ্ঞাপন বিভাগের পরিচালক ছু চিয়েনমিন সম্প্রতি চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে আয়োজিত ৭ দিনব্যাপী চীন আন্তর্জাতিক টি.ভি. বিজ্ঞাপন মেলায় এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বর্তমানে বিদেশী পুঁজির বিজ্ঞাপন কোম্পানি তাদের আর্থিক সামর্থ্য ক্যাতির কল্যাণে চীনের কিছু ছোট ও মাঝারি বিজ্ঞাপন কোম্পানিকে আত্মীকৃত করেছে। তাতে চীনের বিজ্ঞাপন শিল্প আরো ঘণীভূত হয়েছে।
উল্লেখ্য, চীনে এখনো ৬০ হাজারেরও বেশী বিজ্ঞাপন কোম্পানি আছে। এর মধ্যে ব্যক্তিগত কোম্পানি ৪০ হাজারেরও বেশী।
|