বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহা সাগরিয় অঞ্চলের মহাপরিচালক ওমি শিগিরু ২৬ ডিসেম্বর পেইচিংয়ে চীনের কৃষকদের হাঁস মুরগীর পালনের ব্যবস্থা পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন , যাতে কার্যকরভাবে মানুষে বার্ড-ফ্লুর সংক্রমণ প্রতিরোধ করা যায় ।
চীন হাঁস মুরগী পালনকারী বড় দেশ । বর্তমানে চীনে ১৪ বিলিয়নের বেশী হাঁস মুরগী আছে । সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় ওমি শিগিরু বলেছেন , পালনের পরিবেশ উন্নত করা এবং মানুষ ও হাঁস মুরগীর সংম্পর্ক কমানো হল বার্ড-ফ্লু প্রতিরোধের একটি দীর্ঘকালীন পরিকল্পনা ।
চীন সরকার এর আগে , হাঁসমুরগী পালনের ব্যবস্থার পরিবর্তনকে বার্ড-ফ্লু প্রতিরোধের একটি কর্তব্য হিসাবে স্থির করার সিদ্ধান্ত নিয়েছে ।
|