v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-26 18:52:12    
১৯--২৬ ডিসেম্বর, ২০০৫

cri
হংকংয়ের বিষয়াদিতে বিদেশেরর হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না

২২ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং পেইচিংয়ে বলেছেন , হংকং চীনের হংকং, হংকং বিশেষ প্রশাসনিক এলাকার সমস্যা চীনের অভ্যন্তরীন সমস্যা , তাতে কোনো মতেই বিদেশের হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না ।

২৩ ডিসেম্বর ছিনকাং বলেছেন , কিছু দিন থেকে মার্কিন পক্ষ হংকং বিশেষ প্রশাসনিকএলাকার বিষয়াদি সম্পর্কে বারবার যে মন্তব্য প্রকাশ করেছে তা অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তকক্ষেপ না করা সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লংঘন করেছে বলে চীনপক্ষ তার বিরোধিতা করে এবং আবার মার্কিন পক্ষের কাছে চীনের অভ্যন্তরীন ব্যাপারে তার হস্তক্ষেপ ও আইন অনুসারে হংকং বিশেষ প্রশাসনিক এলাকা সরকারের হংকং শাসন করার কাজের ক্ষতিসাধন করার বক্তব্য বন্ধ করার দাবী জানায় ।

২৩ ডিসেম্বর হংকং বিশেষ প্রশাসনিক এলাকা সরকারের মুখপাত্রযুক্তরাষ্ট্রের মুখপাত্রের বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন , কোন এক দেশের সরকার হংকং বিষয়াদিতে হস্তক্ষেপ করছে বলে মানুষদের মনে যে ধারণা সৃষ্টি হয় তিনি তা আশা করেন না ।

২০০৬ সালে চীনের কৃষি সম্পূর্ণ করমুক্ত হবে

চীনের অর্থ মন্ত্রী চিন রেন ছিং ১৯ ডিসেম্বর বলেছেন, ২০০৬ সালে চীন সার্বিক আর সম্পুর্ণভাবে কৃষি কর বাতিল করবে। যার ফলে ২৬০০ বছর স্থায়ী কৃষি করের অবসান ঘটবে। ইতিহাসে কৃষি কর সবর্দাই চীনের আর্থিক আয়ের প্রধান উত্স। সাম্প্রতিক বছরগুলোতে শিল্প আর পরিসেবামূলক শিল্পের দ্রুত উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় আয়ের ক্ষেত্রে কৃষি করের অনুপাত ধাপে ধাপে কমে গেছে। গত বছর চীনের জাতীয় আর্থিক আয় ১ শতাংশের কম কৃষি হার থেকে এসেছে।

মহাকাশের কক্ষপথেশেনচৌ-৬ নভোযানের প্রদক্ষিণ ঠিক মতো চলছে

১৭ ডিসেম্বর ভোর তিনটা ৪৪ মিনিট পর্যন্ত শেনচৌ -৬ নভোযান মহাকাশের কক্ষপথে৬০ দিন প্রদক্ষিণ করেছে , বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার কাজ সুপরিকল্পিতভাবে চালানো হচ্ছে এবং প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে ।

গত ১২ অক্টোবর চীনের দুজন নভোচারী শেনচৌ -৬ নভোযান যোগে চীনের দ্বিতীয় মানুষবাহী নভোযাত্রা শুরু করেছেন । নভোযানের ফেরত্ কেবিন ১৭ ডিসেম্বর নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনকরেছে ।

পেইচিংয়ের মহাকাশ উড্ডয়ন নিয়ন্ত্রন কেন্দ্রের পরিচালক লিউ চুন চে বলেছেন , নভোযান ও ফেরত্ কেবিন পৃথক হওয়ার পর নভোযানটি মহাকাশে দীর্ঘ ছয় মাস প্রদক্ষিণকরবে । বর্তমানে নভোযানের প্রদক্ষিণ ঠিকমতো চলছে । মহাকাশে নভোযানের বৈজ্ঞানিক পরীক্ষাগুলো চীনের পরবর্তী মানুষবাহী মহাকাশ যাত্রার জন্য ভিত্তি স্থাপন করবে ।

চীনের জি ডি পি বিশ্বে ষষ্ঠ

২০ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর সংশোধিত ২০০৪ সালে চীনের জি ডি পি ১.৯৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । জি ডি পির দিক থেকে বিশ্বে চীনের স্থান সপ্তম থেকে ষষ্ঠে উন্নীত হয়েছে ।

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা লি তে সুই একই দিন একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , চীনে সর্বশেষ দেশব্যাপী অর্থনৈতিক জরীপের ফলাফল অনুযায়ী , দ্বিতীয় ও তৃতীয় শিল্পে অর্জিত নতুন বর্ধিত মূল্য আগের চেয়ে ২৭৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে গেছে । চীনের জি ডি পি ইতালিকে ছাড়িয়ে গেছে এবং ব্রিটেন ও ফ্রান্সের কাছাকাছি হয়েছে । কিন্তু চীনের মাথাপিছু গড়পড়তা জি ডি পির মান শুধু বিশ্বের মাথাপিছু গড়পড়তা মানের এক পঞ্চমাংশ। বৃহত্তম উন্নয়নমুখী দেশ হিসেবে চীনের অবস্থানের পরিবর্তন হয় নি ।

ম্যাকাও চীনের কোলে ফিরে আসার ছয় বছরের পরিবর্তনের উচ্চ মুল্যায়ন করেছে ম্যাকাওবাসীরা

২০ ডিসেম্বর ম্যাকাও চীনের কোলে ফিরে আসা আর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিষ্ঠার ষষ্ঠ বার্ষিকী, ম্যাকাওয়ের তথ্য-মাধ্যম আলাদা আলাদাভাবে প্রবন্ধ প্রকাশ করে, ম্যাকাও চীনের কোলে ফিরে আসার পরের প্রভূত পরিবর্তনের উচ্চ মুল্যায়ন করেছে।

টাই ছুং পোউ পাত্রিকার বলা হয়েছে, আজকের ম্যাকাওয়ের সমাজ নিরাপদা ও স্থিতিশীল, অর্থনীতি বরাবরই উন্নত হচ্ছে, বাসিন্দাদের আবাসন ও কর্মসংস্থান সুব্যবস্থা, "এক দেশ দুই ব্যবস্থা"-র সাফল্য প্রমাণ করেছে।

ম্যাকাও দৈনিককে বলা হয়, ছয় বছরে ম্যাকাওয়ের অর্থনীতি অব্যাহতভাবে বেড়েছে, বিশেষ প্রশাসনিক এলাকা সরকার উন্নয়নের সুযোগ আঁকড়ে ধরা, এবং দেশ সমর্থন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ম্যাকাও বাসীরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক, যাতে ম্যাকাওয়ের স্থিতিশীল উন্নয়ন করা যায়। ম্যাকাও বাসীরা ও সরকারের সহযোগিতায় ম্যাকাও অব্যাহতভাবে উন্নত হবে।

চীনের প্রথম কিস্তির ছ'জন স্বেচ্ছাসেবক বার্ড ফ্লুর টিকা নিলেন

২১ ডিসেম্বর পেইচিংএ চীনের প্রথম কিস্তির ছ'জন স্বেচ্ছাসেবক বার্ড ফ্লুর টিকা নিয়েছেন। আধা ঘন্টার পযর্বেক্ষনের পর স্বেচ্ছাসেবকদের সর্বাঙ্গ বা দেহাংশে কোন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়নি। গবেষণার পরিকল্পনা অনুযায়ী, মোট ১২০ জন স্বেচ্ছাসেবক বার্ড ফ্লুর টিকা নেবেন। তাদের বয়স ১৯ থেকে ৬০ বছর পযর্ন্ত । তারা সবই পেইচিংয়ের নাগরিক।

টিকার নিরাপত্তা পযর্বেক্ষণ করা এবারকার টিকা দান কর্মসূচীরলক্ষ্য। সমস্ত পরীক্ষা ৯ মাসের মধ্যে সম্পন্ন হবে।তিন মাসের কাছাকাছি সময়ের মধ্যে এই পরীক্ষার প্রাথমিক ফলাফল বের হবে বলে অনুমান করা হচ্ছে।

চলতি বছরের ১৬ নভেম্বর চীনে মানুষ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বের হওয়ার পর . পর পর ছ'জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানঅনুযায়ী, দু'জন মারা গেছেন , দু'জন চিকিত্সাধীন রয়েছেন এবং দু'জন পুরোপুরি সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসদমনের দৃঢ়-সংকল্প প্রকাশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২১ ডিসেম্বর আবার ঘোষণা করেছেন যে, তাঁর নেতৃত্বাধীন জোট সরকার সারা দেশে সন্ত্রাসদমন অভিযান শেষ পর্যন্ত চালিয়ে যাবে।

তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশের বি এন পির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত সন্ত্রাসদমনের মহাসমাবেশে ভাষণা দেয়ার সময় তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসী বোমাবাজদের বিরুদ্ধে সারা বাংলাদেশের জাতীয় ঐক্য হয়ে গেছে। সরকার সকল চরমপন্থী বোমাবাজকে ধরবে এবং দণ্ড দেবে।

এই মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের লাখো জনতার বাঁধভাঙা জোয়ার ছিল সমাবেশস্থল-পল্টনমুখো। পল্টন ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তারা দৃঢ়ভাবে চরমপন্থীদের ইসলামের নামে বোমাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং সরকারের উদ্দেশ্যে কঠোরভাবে সন্ত্রাসীদের দমন করার আহ্বান জানিয়েছে, যাতে সমাজের স্থিতিশীলতা সুরক্ষা করা যায়।

দু'টি নতুন পাক-ভারত যাত্রীবাহী সড়ক লাইন চালু হচ্ছে

পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরা ২১ ডিসেম্বর দু'দেশের মধ্যে দু'টি নতুন যাত্রীবাহী সড়ক লাইন চালু করা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন।

এই চুক্তি অনুসারে পাকিস্তানের লাহোর শহর এবং ভারতের অমৃত্সর শহরের মধ্যে চলাচলকারী প্রথম আনুষ্ঠানিক যাত্রীবাহী বাস আগামী ২৭শে জানুয়ারী অমৃত্সর থেকে রওয়ানা হবে। তা এক-মাস ব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হবে। এই নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে মোট ৪টি যাত্রীবাহী সড়ক লাইন চালু হবে।

ভারত মহাসাগরীয় জলোচ্ছাস পূর্বাভাষ ব্যবস্থা আগামী বছরে প্রচলিত হবে

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব মাইকেল জারাউড ২৩ ডিসেম্বর জেনিভায় বলেছেন, ভারতীয় মহাসাগরের জলোচ্ছাসের পূর্বাভাসদান ব্যবস্থা আগামী বছরের মাঝামাঝি সময়ে চালু হবে।

জারাউড বলেছেন, আন্তর্জাতিক নির্ধারিত মেয়াদ অনুযায়ী, বিশ্ব আবহাওয়া সংস্থা পরিচালিত বিশ্ব টেলি-যোগাযোগ ব্যবস্থা আগামী বছরে ভারত মহাসাগরীয় অঞ্চলের জলোচ্ছাস পর্যবেক্ষণ বিভিন্নদেশের স্টেশন এবং সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের সেতু হিসেবে বিভিন্ন দেশের কাছে জলোচ্ছাসের পূর্বাভাষ দেবে। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যুক্তরাষ্ট্রের ১৮ লক্ষ মার্কিন ডলারের সাহায্য দরকার।

উল্লেখ্য, ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোতে জলোচ্ছাসের পূর্বাভাসদান ব্যবস্থা নেই বলে গত ২৬ ডিসেম্বর সংঘটিত সুনামিতে ২ লক্ষ ১৭ হাজার লোক প্রাণ হারিয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা সংস্থায় অবাধ বাণিজ্য অঞ্চল নিয়ে আলোচনা হবে

দশম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাণিজ্য আলোচনা কমিটির সম্মেলন ২১ ডিসেম্বর কাঠমন্দুতে উদ্বোধন হয়েছে।

অংশগ্রহণকারী নেপালী কর্মকর্তা বলেছেন, এবারকার সপ্তাহব্যাপী সম্মেলনে অবাধ বাণিজ্য অঞ্চল পরিকল্পনার আওতায় পণ্য বাণিজ্য ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে সদস্য দেশগুলো পরিসেবা ও বৈদেশিক পুঁজি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রের নানা প্রশ্ন নিয়েও আলোচনা করবে।

শ্রীলংকা সরকার টাইগার মুক্তি সংস্থারহামলার নিন্দা করে

২৩ ডিসেম্বর বিকেলে টাইগার মুক্তি সংস্থা নৌবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে যে ১৩ জন সৈনিককে হত্যা করেছে শ্রীলংকা সরকার ২৩ ডিসেম্বর রাতে রাজধানী কলম্বোয়প্রকাশিত এক বিবৃতি তে তীব্রভাবেতার নিন্দা করেছে ।

বিবৃতিতে বলা হয়েছে , যত বেশী সম্ভব সরকারী সৈনিককে হত্যা করার লক্ষ্যে টাইগার মুক্তি সংস্থা ঘটনাটি সৃষ্টি করেছে । বিবৃতিতে বলা হয়েছে , যুদ্ধবিরতি চুক্তি পালনে টাইগার মুক্তি সংস্থার স্বদিচ্ছা নেই । বিবৃতিতে সারা দেশের উদ্দেশ্যে টাইগার মুক্তি সংস্থার প্ররোচনামূলক তত্পরতায় শান্ত থাকার আবেদন জানানো হয়েছে ।

একই দিন বিকেলে শ্রীলংকার নৌবাহিনীর প্র্রায় ৩০ সৈনিক গাড়িতে করে কলম্বোর উত্তরের মান্নার অঞ্চলে অবস্থিত ঘাঁটিপ্রত্যাবর্তনের পথে মাইন ও ক্ষেপনাস্ত্রের হামলায় আক্রান্ত হয়েছেন । ফলে ১৩জন নিহত আর ৩জন আহত হয়েছে । ঘটনা হওয়ার পর শ্রীলংকা সরকার আন্তর্জাতিক সমাজের কাছে বাস্তব পদক্ষেপ গ্রহন করে টাইগার মুক্তি সংস্থার সম্ভাব্য সহিংস তত্পরতা রোধ করার দাবী জানিয়েছে ।

রাশিয়া ডাবলিউটিওতের অন্তর্ভুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করতে চায়

রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন আর বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী ১৮ ডিসেম্বর সাংবাদিকদের বলেছেন, রাশিয়া আশা করে, আগামী বছরের প্রথম দিকে বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভূক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা শেষ হবে।বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং সম্মেলন চলাকালে ডাবলিউটিওতে রাশিয়ার অন্তর্ভূক্তিরবিষয়ে পযার্লোচনা করার সময় এই কর্মকর্তা বলেছেন, রাশিয়া বেশ কয়েকটি দেশের সঙ্গে ডাবলিউটিওতে অন্তর্ভুক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করেছে এবং ক্যানাডা, ফিলিপান, নিকারাগুয়া এবং প্যারাগুয়ের সঙ্গে ডাবলিউটিওতে রাশিয়ার অন্তর্ভূক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনার সমাপ্তি দলিলপত্র স্বাক্ষর করেছে।

নেতানিয়াহুর লিকুদ গোষ্ঠির নির্বাচনী কার্যক্রম ঘোষণা

ইসরাইলের লিকুদ গোষ্ঠীর নব-নির্বাচিত প্রেসিডেন্ট বেনজামিন নেটানিয়াহু ২১ ডিসেম্বর রাজনৈতিক পার্টির নির্বাচনী কার্যক্রম ঘোষণা করেছন। তাতে উদার কূটনীতি বাস্তবায়ন করা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চত করা, দারিদ্র্য বিমোচন, জনগণের জীবন যাত্রা মান উন্নয়ন করা ও দুর্নীতি দমনের কথা বলা হয়েছে।

বেনজামিন নেটানিয়াহু সেদিন প্রথম প্রেসিডেন্ট হিসেবে লিকুদ সম্প্রদায়ের সংসদের সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী কার্যক্রম প্রণয়নের জন্যে একটি কমিটি প্রতিষ্ঠা করবেন।

২০০৫ সালের বর্ষ-সমাপনী সংবাদ সম্মেলন কোফি আনান

জাতি সংঘের মহাসচিব কোফি আনান ২১ ডিসেম্বর নিউইয়র্কে জাতি সংঘের সদর দফতরে ২০০৫ সালের বর্ষ-সমাপনী সংবাদ সম্মেলন আয়োজন করেছেন।

তিনি গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিশ্ব শীর্ষ সম্মেলনের উচ্চ মুল্যায়ন করেছেন। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বর্তমান বিশ্বের হুমকির বিষয়ে একমত হয়েছেন। উন্নয়ন, নিরাপত্তা, মানবাধিকার ও আইনের মধ্যেকার সম্পর্ক স্পষ্ট হয়েছে।

তিনি সাফল্যের দলিল কার্যকরীকরণের ক্ষেত্রে অর্জিত অগ্রগতির ওপর সন্তুষ্ট। তিনি বিভিন্ন সদস্য দেশের প্রতি জাতি সংঘের দ্বি-বার্ষিক বাজেট প্রশ্নে মতভেদ দূর করার প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন, যাতে নতুন বছরে বাজেটের কারণে জাতি সংঘের কাজকর্মে প্রতিকূলতা এড়ানো যায়।

২০০৬ সাল হচ্ছে কোফি আনান জাতি সংঘের মহাসচিবের পদে নিযুক্তির মেয়াদের সর্বশেষ বছর।

সাদ্দাম আবার সুপ্রীম কোর্টের শুনানীতে

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম এবং অন্য ৭ জন বিবাদী ২২ ডিসেম্বর আবার শুনানীতে যোগ দিয়েছেন। সাদ্দাম আদালতে দৃঢ়ভাবে বলেছেন, মার্কিনীরা তাঁকে জনগণের প্রহার করেছে।

সাদ্দাম শুনানীর শেষ দিকে বলেছেন, তিনি মার্কিন বাহিনীর হাতে আটক থাকাকালীন প্রহৃত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এই অভিযোগের পক্ষে সাক্ষ্য প্রমাণ নেই। সাদ্দাম ২২ ডিসেম্বর কোর্টে মার্কিন পক্ষের বক্তব্য খন্ডন করেছেন।

২২ ডিসেম্বর শুনানী শেষ হওয়ার পর ইরাকী বিচারপতি ২০০৬ সালের ২৪শে জানুয়ারী বিচার স্থগিত ঘোষণা করেছেন।