২৫ ডিসেম্বর তাইওয়ান , হংকং ও ম্যাকাওয়ের সংবাদ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলোতে তাইওয়ান প্রণালীর দুপারের সম্পর্ক সমিতির চেয়ারম্যান ওয়াং তাও হানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং দুপারের সম্পর্ক উন্নয়নে ওয়াং তাও হানের অবদানের প্রশংসা করা হয়েছে । তাইওয়ানের " লিয়ান হো"পত্রিকার প্রবন্ধে বলা হয়েছে , ওয়াং তাও হান ও তাইওয়ানের প্রণালীর দুপারের আদান-প্রদান তহবিলের মহাপরিচালক গু চেন ফু দুপারের আদানপ্রদানের দরজা খুলেছেন ।
হংকংয়ের "তা কং" পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে , ওয়াং তাও হান ও গু চেন ফুর মিলিত প্রচেষ্টায় অনেকগুলো বিষয়ে দুপারের যে মতৈক্য হয়েছে তা দুপারের সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে ।
হংকংয়ের " ওয়েন হুই" পত্রিকায় প্রকাশিত এক ভাষ্যে বলা হয়েছে, ওয়াং তাও হান ছিলেন দু পারের সম্পর্ক উন্নয়ন- পথের অগ্রণী । দুপারের সম্পর্ক সম্বন্ধে তিনি যে অনেক নতুন দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছিলেন তা মূল ভূভাগেরে তাইওয়ান বিষয়ক নীতিতে রুপান্তরিত হয়েছে।
|