হংকংয়ের কিছু রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর ব্যক্তিরা সম্প্রতি বলেছেন যে , হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলসরকার রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের যে প্রস্তাব পেশ করেছে তা হংকংয়ের প্রধান জনমতের সমর্থন ও স্বীকৃতিপেয়েছে , কিন্তু বিরোধী দল জনমত উপেক্ষা করে হংকংয়ের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে ।
হংকংয়ের শ্রমিক ফেডারেশনের সামাজিক নীতি কমিটির মুখপাত্র , বিধান পরিষদের সদস্য ওয়াং কোসিং বলেছেন , বিগত দু বছরে পরামর্শ করে ব্যাপকভাবে বিভিন্ন ক্ষেত্রের মতামত সংগ্রহ এবং সমাজের বিভিন্ন মহলের স্বার্থের কথা বিবেচনা করার পর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলসরকার এই রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের প্রস্তাব পেশ করেছে । প্রস্তাবটি মৌলিক আইনের সঙ্গে খাপখায় এবং হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থাসংস্কারের পক্ষে সহায়ক । এটা হংকংয়ের গণতন্ত্রকে ত্বরান্বিত করার এক বিরাট পদক্ষেপ ।
হংকংয়ের কুয়াংতুং গোষ্ঠীরসাধারণ কমিশনের চেয়ারম্যান ইয়ু কোছুন বলেছেন ,বিরোধীদল বিশেষ প্রশাসনিক অঞ্চলসরকারের প্রস্তাব নাকচ করেছে বলে তাঁরা হতাশা প্রকাশ করেন । তিনি বলেছেন , প্রস্তাবটিজনমতের ভিত্তিতে পেশ করা হয়েছে । সমাজের ভিন্নচাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করার জন্যে প্রস্তাবটি সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছে ।
|