শ্রীলংকা প্রতিরক্ষামন্ত্রনালয় ২৪ ডিসেম্বর স্বীকার করেছে যে , একই দিন সন্ধ্যায় শ্রীলংকার সরকারী বাহিনী উত্তর জাফনায় তামিল টাইগার মুক্তি সংস্থার সঙ্গে তুমুল লড়াই করে টাইগার মুক্তি সংস্থার ৪জনকে নিহত করেছে ।
এই দিন সন্ধ্যায় টাইগার মুক্তি সংস্থার এক সশস্ত্রদল সরকারীবাহিনীর উপর অতর্কিত হামলা চালালে সরকারীবাহিনী গুলিছুড়ে পাল্টা আক্রমন চালিয়ে চারজনকে নিহত করেছে । সরকারীবাহিনীর দুজন সৈনিক আহত হয়েছেন । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ।
২৩ ডিসেম্বর বিকেলে শ্রীলংকার নৌবাহিনী টাইগার মুক্তি সংস্থার মাইন ও ক্ষেপনাস্ত্রের হামলায় আক্রান্ত হয় । ফলে দশাধিক সৈনিক হতাহত হয়েছে । শ্রীলংকার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জরুরীভাবে ই ইউ , জাপান , যুক্তরাষ্ট্র ও নরওয়ে সহ শ্রীলংকার শান্তি প্রক্রিয়ার ৪টি চেয়ারম্যান দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন । সাক্ষাতের সময়ে তারা আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে টাইগার মুক্তি সংস্থার সম্ভাব্য সহিংস তত্পরতা রোধ করার দাবী জানিয়েছেন ।
চারটি চেয়ারমান দেশ শ্রীলংকায় সংঘটিত সহিংস ঘটনার নিন্দা করেছেন এবং দুপক্ষের কাছে সংযম বজায় রাখার আবেদন জানিয়েছে ।
|