পেইচিং পৌরসরকার সম্প্রতি ঘোষণা করেছে যে , আরও বেশী বিদেশী ছাত্রছাত্রী ও পন্ডিতকে আকৃষ্ট করার জন্যে পেইচিং প্রথমবার তাঁদের বৃত্তিদানেরব্যবস্থা প্রবর্তনকরবে ।
জানা গেছে , বৃত্তি ব্যবস্থার প্রবর্তনপেইচিংয়ের উচ্চ শিক্ষাব্যবস্থার আন্তর্জাতিকায়ন প্রক্রিয়ার পক্ষে সহায়ক হবে । বৃত্তির অর্থপ্রধানতঃ সরকার বরাদ্দ করবে । প্রথম বছরে পেইচিংয়ে অধ্যায়নরত দেড় হাজার বিদেশী ছাত্রছাত্রী ও পন্ডিত বৃত্তি পাবেন । একজনের সর্বাধিক বৃত্তি৪০ হাজার ইউয়ান হতে পারে ।
সংশ্লিষ্ট পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে পেইচিংয়ে মোট ৫০ হাজার বিদেশী ছাত্রছাত্রী লেখাপড়া করছেন । দু বছর আগের তুলনায় এই সংখ্যা দ্বিগুন বেশী ।
|