রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২৪ ডিসেম্বর জানিয়েছে যে, রাশিয়া ইউরেনিয়াম ঘনিভূতকরণ রাশিয়ায় স্থানান্তর করা যে প্রস্তাব দাখিল করেছে তা এখনো কার্যকর।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিনে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে, ইরানস্থ রাশিয়ার দূতাবাস একই দিনে সংশ্লিষ্ট আনুষ্ঠানিক দলিল ইরানের কাছে হস্তান্তর করেছে। এই দলিলে আবার ঘোষণা করা হয়েছে যে, রাশিয়া পক্ষ ইউরেনিয়াম ঘনিভূতকরণের জন্য রাশিয়ায় যৌথ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের যে প্রস্তাব উত্থাপন করেছে তা এখনো কার্যকর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য একটি গ্রহণযোগ্য পদ্ধতি খোঁজার জন্য রাশিয়া এই প্রস্তাব উত্থাপন করে অবদান রেখেছে। তা কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রে ইরানের পারমাণু সমস্যা সমাধানের পক্ষে সহায়ক হবে।
|