ইরাকের অস্ত্রধারীরা ২৪ ডিসেম্বর আরব টেলিভিশনের মাধ্যমে একটি ভিডিও ক্যাসেট দেখিয়েছে। ভিডিও ক্যাসেটে অস্ত্রধারীরা তিনদিনের মধ্যে নভেম্বর মাসে আম্মানে আত্মঘাতি বিস্ফোরণের সঙ্গে জড়িত একজন নারীকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে। নইলে তারা একজন জর্দানী জিম্মিকে হত্যা করবে।
এই জর্দানী জিম্মি হলেন ইরাকস্থ জর্দানের দূতাবাসের একজন ড্রাভার। তিনি ২০ ডিসেম্বর বাগদাদে অপহৃত জিম্মি হয়েছেন। ভিডিও ক্যাসেটে অপহরণকারীরা জর্দান সরকারের কাছে ইরাক থেকে জর্দানের সকল কূটনৈতিক কর্মকর্তাকে সরিয়ে নেওয়া এবং ইরাক সরকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে।
|