সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ছেন তু শহরে চীন ও ইউরোপীয় ইউনিয়ানের প্রথম তথ্যায়ন সহযোগিতা প্রকল্পের নির্মানকাজ শুরু হয়েছে ।
ছেন তু শহর সফররত এই প্রকল্পের ভারপ্রাপ্ত ই-ইউয়ের একজন কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, টেলি-যোগাযোগ, পরিচালনা ও যথাসময় মালামাল প্রেরণের সমন্বয়ে গণ স্বাস্থ্য ক্ষেত্রের অপ্রত্যাশিত সমস্যা মোকাবিলার ব্যাপারে ছেনতু শহরকে সাহায্য করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য । আগামী তিন বছর ই-ইউ মোট দেড় কোটি ইউয়ান বরাদ্দ করবে ।
এক পরিকল্পনা অনুযায়ী ২০০৬ সালে ছেনতু শহরে গণ স্বাস্থ্য ক্ষেত্রের অপ্রত্যাশিত সমস্যা মোকাবিলা ও ত্রান কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । ইয়ান তাই সহ অন্য চারটে শহরেও চীন ও ই-ইউ তথ্যায়নের সহযোগিতা চালাবে ।
|