২৪ ডিসেম্বর সকালে নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত জাপান সরকারের এক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে , আগামী বছর থেকে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নতন প্রজন্মের আক্রমণ-ঠেকানোর ক্ষেপনাস্ত্র গবেষণা ও তৈরী করবে।
জানা গেছে , জাপান প্রধানত: " নোস কোন" নামক একটি যন্ত্রাংশ সহ ক্ষেপনাস্ত্রের অগ্র-ভাগের দুটো যন্ত্রাংশ তৈরী করবে ।
খবরে প্রকাশ , ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আক্রমণ-ঠেকানোর ক্ষেপনাস্ত্র গবেষণা ও তৈরী করার জন্য জাপান সরকার মোট ১০০ কোটি থেকে ১২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করবে ।এই আক্রমণ-ঠেকানোর ক্ষেপনাস্ত্র গবেষণা ও তৈরী করার যাবতীয় ব্যয় ২১০ থেকে ২৭০ কোটি মার্কিন ডলারে পৌছতে পারবে বলা অনুমান করা হয়েছে ।
|