বিমান চলাচল প্রযুক্তি ক্ষেত্রে চীন ও ফ্রান্সের বৃহত্তম সহযোগিতা প্রকল্প --- ৬ টনী বেসামরিক হেলিকপ্টার বিমানের গবেষণা ও তৈরীর কাজ চীনের চিয়াংসি প্রদেশের চিন তেচেন শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
এই আধুনিক ও মাঝারি আকারের বেসামরিক হেলিকপ্টারের গবেষণা ও তৈরীর কাজে চীন ও ফ্রান্স মোট ৬০ কোটি ইউরো বিনিয়োগ করবে । মাল পরিবহন , নিকট সমুদ্রে কর্মরত জাহাজকে সাহায্য দেওয়া , ত্রান ও তল্লাস প্রভৃতি ক্ষেত্রে হেলিকপ্টারটি ব্যবহার করা হবে । এ ধরণের হেলিকপ্টারের উজ্জ্বল বাজার আছে এবং ২০০৯ সালে হেলিকপ্টারের প্রথম উড্ডয়ন হবে ।
অনুমান করা হচ্ছে , পরবর্তী ৩০ বছরে দেশবিদেশের সামরিক ও বেসামরিক বাজারে ৬ টনী হেলিকপ্টার এক হাজার কোটা পাওয়া যাবে ।
|