২৩ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের আয়োজিত একটি সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার পযার্প্ত অর্থ বরাদ্দ সুনিশ্চিত করার জন্যে চীনে গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার সংস্কার অব্যহতভাবে গভীর করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে গ্রামাঞ্চলেরবাধ্যতামূলক শিক্ষায় চীন সরকারের বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু চীনের কোন কোন অনুন্নত এলাকায় শিক্ষার ফির অভাব দেখা যায়। তাই এ ক্ষেত্রে সংস্কার আরও গভীরে এগিয়ে নিতে হবে।
|