|
|
(GMT+08:00)
2005-12-23 21:21:49
|
ক্লোনবিজ্ঞানী হুয়াং উ সুকের এমব্রায়োনিক সেল সম্পর্কে প্রবন্ধ নকল
cri
দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রকাশিত একটি তদন্ত ফলাফলে প্রথমিকভাবে স্থির করা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হুয়াং উ সুক গবেষণা সন্দর্ভের উপাত্ত নকল। ২৩ ডিসেম্বর এই কমিটির ঘোষণা করেছে, ২০০৫ সালে 'বিজ্ঞান" ম্যাগাজিনে হুয়াং উ সুক যে প্রবন্ধ প্রকাশ করেছেন তা নকল। তদন্ত কমিটি তদন্তের ফলাফল ঘোষণা করার পর হুয়াং উ সুক সিউল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদত্যাগ করতে অনুরোধ করেছেন এবং এই নকল ঘটানা সম্বন্ধে সমাজের প্রতি দু:খ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগও ২৩ ডিসেম্বর এই ঘটনা নিয়ে জনসাধারণের প্রতি দু:খ প্রকাশ করেছে।
|
|
|