|
 |
(GMT+08:00)
2005-12-23 21:17:24
|
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারী
cri
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের মহা পরিচালক ওমি সিগেরু পরিদর্শত দল নিয়ে ২২ ডিসেম্বর হুনান প্রদেশ পরিদর্শন করার সময় বলেছেন, শীতকালে বার্ড ফ্লু সহজেই বিস্তৃত হতে হতে পারে বলে নিবারন আর নিয়ন্ত্রণেরসচেতনতা শিথিল থাকলে চলবে না ,বার্ড ফ্লু নিবারন আর পযর্বেক্ষণ আরও জোরদার করা উচিত। ২২ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরিদর্শক দল হুনান প্রদেশের ব্যাধি নিবারণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং শিশু হাসপাতাল আর স্থানীয় চিকিত্সা সংস্থাগুলো পরিদর্শন করেছে। উল্লেখিত শিশু হাসপাতাল সাফল্যজনকভাবে প্রথম বার্ড ফ্ল ভাইরাসে আক্রান্ত রোগী বাঁচিয়েছে। ওমি সিগেরু বলেছেন, শীতকাল হচ্ছে বার্ড ফ্লু বিস্তারের মৌসুম এবং এ সময় মানুষের মধ্যে বিস্তৃত হতে পারে ।বিশেষজ্ঞরা মনে করেন, নিবিড় সংগঠনের মাধ্যমে বার্ড ফ্লু আর সাধারণ ফ্লু নিবারণ , নিয়ন্ত্রণ এবং চিকিত্সা করা যায়।
|
|
|