চীনের প্রকৌশল একাডেমীর সদস্য লি ওয়েন হুয়া বলেছেন , তিব্বত অঞ্চলের ভৌগলিক অবস্থা ও পরিবেশ রক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে ।
সম্প্রতি সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে লি ওয়েন হুয়া আরো বলেছেন , তিব্বতকে একটি প্রাকৃতিক ঐশ্বর্য্যেরগুদাম বলা যায় । তিব্বতে এন্টিলোপ ও তিব্বতী চমরী প্রভৃতি দুর্লভ জীবজন্তু আছে । চীন তথা পৃথিবীর একমাত্র প্রাকৃতিকসম্পদ হিসেবে তিব্বতের পরিবেশ রক্ষার তাত্পর্য অপরিসীম ।
লি ওয়েন হুয়া সমাজের বিভিন্ন মহলের প্রতি পরিবেশ নষ্ট করে অর্থনীতির উন্নয়নের পদ্ধতি পরিবর্তন করে প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারের আহ্বান জানিয়েছেন ।
দক্ষিণ পশ্চিম চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের আয়তন ১২ লক্ষ বর্গকিলোমিটার , গোটা অঞ্চলের গড়পড়তা উচ্চতা সমুদ্র সমতল থেকে চার হাজার মিটার ।
|