মার্কিন প্রতিনিধি পরিষদ ২২ ডিসেম্বর কন্ঠভোটের মাধ্যমে "দেশপ্রেমিক আইনের" কিছু গুরুত্বপূর্ণ ধারার মেয়াদ আরো এক মাস বাড়াতে রাজী হয়েছে এবং এই প্রস্তাবের ওপর ভোট নেওয়ার জন্যে সিনেটে দাখিল করা হয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদ ২১ ডিসেম্বর একটি প্রস্তাবে এই আইনের গুরুত্বপূর্ণ ধারার মেয়াদ ছ'মাস বাড়াতে রাজী হয়েছে। কিন্তু প্রতিনিধি পরিষধের আইন ও বিচার কমিটির চেয়ারম্যান জ্যাম্স সেনসেনব্রেনার ২২ ডিসেম্বর তার বিরোধীতা করেছেন। এর পর প্রতিনিধি পরিষদ আরো এক মাস বাড়ানোর পরিকল্পনা দাখিল করেছে। সিনেট ২২ ডিসেম্বর রাতে এই নতুন পরিকল্পনা নিয়ে ভোট নেবার কথা।
এর আগে সিনেটের দু'পার্টির কিছু সদস্য ১৬ ডিসেম্বর সাফল্যের সঙ্গে "দেশপ্রেমিক আইনের" সময়সীমা বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার ব্যাপারে বাধা দিয়েছেন।
|