v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-23 15:51:00    
২৪ ডিসেম্বর

cri
** চিয়াং হুয়ার মৃত্যু

    চীনের কমিউনিস্ট পার্টির বিশিষ্ট পার্টির সদস্য, সত্যবাদী সাম্যবাদ সৈন্য, দীর্ঘ পরিক্ষায় পুত্তীর্ন শ্রমিক-সম্প্রদায়ের বিপ্লবী, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, চীনের জাতীয় জনগণের আইন মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান চিয়াং হুয়া ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর চীনের হাংচৌয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

    ১৯০৭ সালের পয়লা আগষ্ট চীনের হুনান প্রদেশের চিয়াং হুয়া জেলার ইয়াও জাতির এক দরিদ্র্য পরিবারে তাঁর জন্ম হয়। তরুণকালে তিনি জনগণের বিপ্লবী অভিযানের কাজ করেন। ১৯২৫ সালে চীনের হুনান প্রদেশের তৃতীয় শিক্ষক কলেজে সাম্যবাদ তরুণ দলে যোগ দান করেন। ১৯২৬ সালের শীতকালে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দান করেন।

** ফ্রান্সের রাজনৈতিক মহলের বয়োজ্যেষ্ঠ ডেমুরভিল্লের মৃত্যু

    ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কৌভে ডেমুরভিল্লে প্যারিসে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

    ১৯৬৮ সালের জুন মাস থেকে ১৯৬৯ সালের জুন মাস পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফ্রান্সের উত্তর-পুর্বাঞ্চলে তাঁর জন্ম হয়, প্রথমে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে ও প্যারিস রাজনৈতিক কলেজে লেখাপড়া করেন। ১৯৪৫ সাল থেকে যথাক্রমে ইতালিতে ফ্রান্সের রাজদূত , মিশরে ফ্রান্সের রাজদূত, নাটোর স্থায়ী প্রতিনিধি , মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি রাজদূত পদে নিযুক্ত ছিলেন। ১৯৫৮ সালে তিনি ফ্রান্সের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং তিনি তাঁর এই পদে ১০ বছরের দীর্ঘসময় বহলে ছিলেন। এর সঙ্গে সঙ্গে পশ্চিম দেশগুলোর মধ্যে ফ্রান্স সর্ব প্রথমে চীনের সঙ্গে রাজদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে তিনি আবার জাতীয় সংসদের কূটনৈতিক কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭০ সালে তিনি চীন সফর করেন ।

** সোভিয়েত্ লেখক ফাডেয়েফের জন্ম

    ১৯০১ সালের ২৪ ডিসেম্বর বিখ্যাত সোভিয়েত্ লেখক ফাডেয়েফের জন্ম হয়। তিনি ছিলেন সর্বহারাশ্রেণীর প্রধান সাহিত্যকর্মী।১৯১৮ সালে তিনি সোভিয়েত্ কমিউনিস্ট পার্টিতে যোগ দান করেন।

    ১৯১২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি মস্কোর খনি প্রযুক্তি ইনস্টিটিউটে লেখাপড়া করেন। এই ইনস্টিটিউট থেকে স্নাতক হওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টি বিষয়ক কাজ করেন। ১৯২৬ সাল থেকে তিনি বিশেষ করে সাহ্যিতকর্ম সৃষ্টির কাজ লিপ্ত ছিলেন। ১৯২৭ সালে তাঁর উপন্যাস " বিধ্বংস" প্রকাশিত হয়, বিখ্যাত চীনা লেখক লু সুন (১৯৩৭ সালে) সবার আগেই তা চীনাভাষায় অনুবাদ করেন। ১৯৪৫ সালে ফাডেয়েফের আর একটি দীর্ঘ উপন্যাস " যুব রক্ষী বাহিনী " প্রকাশিত হয়। ১৯৫৬ সালে তিনি আত্মহত্যা করেন।

** সুরকার চাং শুর মৃত্যু

    চাং শু , তাঁর আরেক নাম ছিল চাং এনসি। ১৯০৮ সালের ১৮ সেপ্টেম্বর চীনের আহুই প্রদেশে তাঁর জন্ম হয়। ছোটবেলায় তিনি সঙ্গীত খুব পছন্দ করেন। ১৯২৭ সালে তিনি চীনের শাংহাই শিল্প বলা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন । তাঁর পড়ার প্রধান বিষয় ছিল সংগীত । বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে বহু ক্ষেত্রে তাঁর প্রতীভা প্রকাশ পায় । ১৯৩০ সালে প্রগতিশীল তত্পরতায় লিপ্ত থাকার জন্য তিনি গ্রেফতার হন , ১৯৩৩ সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দান করেন।