৬০তম জাতি সংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যানের মুখপাত্র মাদাম প্রাগাটি পাস্কাল ২২ ডিসেম্বর সংবাদ মাধ্যমকে বলেছেন, এবারকার জাতি সংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান জান এলিয়াসোন ২৩ ডিসেম্বরকেই জাতি সংঘের বাজেট সমস্যা সমাধানের সর্বশেষ সময়সীমা বলে ধার্য করেছেন। তিনি আশা করেন, জাতি সংঘের বিভিন্ন সদস্য দেশ বাজেট সমস্যা সমাধান সম্পর্কে একমত হওয়ার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালাতে পারবে।
তিনি বলেছেন, জাতি সংঘ সাধারণ পরিষদের পঞ্চম কমিশন বাজেট সমস্যা সম্পর্কে পরামর্শে এখনও অনেক সমস্যা সমাধান করা দরকার। বর্তমানে এলিয়াসোন বিভিন্ন সদস্য দেশের মধ্যে মত-পার্থক্য দূর করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, জাতি সংঘ সাধারণ পরিষদ ২৩ ডিসেম্বর পূর্ণাংগ অধিবেশন আয়োজন করবে। অধিবেশনে বাজেটের খসড়া প্রস্তাব নিয়ে ভোট নেয়া হবে। তবে এসবের চাবিকাঠি হচ্ছে সদস্য দেশগুলো বাজেট সমস্যায় মতৈক্যে পৌঁছতে পারবে।
|