পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কাসুরি ২২ ডিসেম্বর ইসলামাবাদে বলেছেন, তিনি আশা করেন, পাকিস্তান ও ভারত আগামী বছরের জানুয়ারীতে অনুষ্ঠিতব্য দু'দেশের সার্বিক সংলাপের পররাষ্ট্র সচিব পর্যায়ের তৃতীয় বৈঠকে কাশ্মীর সমস্যা সমাধানে আরো বেশি সাফল্য অর্জন করতে পারে।
পাকিস্তানের সরকারী বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, কাসুরি সফররত বাংলাদেশের সংসদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করার পর সংবাদ মাধ্যমকে এক কথা বলেছেন। পাকিস্তান পক্ষ মনে করে, কাশ্মীরের সমস্যা কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুসারে সমাধান করতে হবে এবং সমাধানের পদ্ধতি পাকিস্তান ও ভারত উভয়ের জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত।
তিনি আরো বলেছেন, গত দু'দফা পাক-ভারত সার্বিক সংলাপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা কল্যাণকর এবং দু'দেশের বেসরকারী আদানপ্রদান উন্নত করার অনুকূল।
|