চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২২ ডিসেম্বর পেইচিংএ একটি সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পেইচিংএ অনুষ্ঠেয় জাপান-কোরিয়া সরকারীর সংলাপের জন্যে সুবিধা যুগিয়ে দেবে। ছিন কাং বলেছেন, যেহেতু জাপান আর উত্তর কোরিয়া পেইচিংএ বৈঠক করতে ইচ্ছুক, সেহেতু স্বাগতিক দেশ হিসেবে চীন তাদের বৈঠকের জন্যে সহায়তা এবং সুবিধা যুগিয়ে দিতে চায়।
২১ ডিসেম্বর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী ২৪ আর ২৫ তারিখে পেইচিংএ জাপান আর উত্তর কোরিয়ার সরকারের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে। এটা হবে এ বছর দু'দেশের মধ্যে দ্বিতীয় সরকারী সংলাপ।
|