২২ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভা থেকে জানা গেছে, চীনের রাষ্ট্রায়াত্ত শিল্প-প্রতিষ্ঠানেরবহুমুখী শেয়ার কাঠামোর সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে চীন সক্রিয়ভাবে সুযোগসুবিধা সৃষ্টি করবে। চীন যোগ্য শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে বাজারে শেয়ার ছাড়তে উত্সাহ দেবে।
জানা গেছে, যে সব শিল্প-প্রতিষ্ঠান বাজারে তাদের শেয়ার ছাড়বে সে সব শিল্প-প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে বিকশিত হয় সেই জন্যে পুঁজি বাড়ানো আর সম্প্রসারণের মাধ্যমে চীন সরকার শ্রেষ্ঠ পুঁজি বাজারে শেয়ার ছাড়ার জন্যে বিভিন্ন কোম্পানীকে দেবে। এর সঙ্গে সঙ্গে রাস্ট্রায়াত্ত পুঁজির অপব্যয় প্রতিরোধ করার জন্যে রাষ্ট্রায়াত্ত পুঁজি পযর্বেক্ষণসংস্থা অব্যাহতভাবে রাষ্ট্রায়াত্ত শিল্প-প্রতিষ্ঠানের সংস্কার ভালভাবে চালাবে।
|