চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক পাঁচ বছরের মধ্যে ৪০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি'র বেশী মূল্যের ঋণ বন্দোবস্ত করবে, যাতে সংখ্যালঘু জাতি ও তাদের অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে সমর্থন দেয়া যায়।
চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক এবং জাতী গোষ্ঠী বিষয়ক কমিশনের মধ্যে ২১ ডিসেম্বর পেইচিংয়ে এই উন্নয়নমূলক আর্থিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
খবরে প্রকাশ, চীন সরকারের উন্নয়নমূলক আর্থিক সংস্থা হিসেবে চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক দশাধিক বছরে সংখ্যালঘু জাতির অঞ্চলের জন্যে মোট ২৬০ বিলিয়ন রেনমিনপি মূল্যের ঋণ দিয়েছে। তা এই ব্যাংকের মোট ঋণের ১৬ শতাংশ।
|