চীনের মূলভূভাগের তাইওয়ান সমস্যা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে দু-তীরের সম্পর্কে কিছু কিছু প্রশমনেরলক্ষণ দেখা দিয়েছে। কিন্তু স্বাধীন তাইওয়ান-প্রয়াসী বিছিন্নতাবাদী তত্পরতা থেমে যায়নি। তাই এ ব্যাপারে সতর্কতা বজায় রাখতে হবে।
নিখিল চীন তাইওয়ান গবেষণা সমিতি ২২ ডিসেম্বর পেইচিংয়ে একটি সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে যোগদানকারী বিশেষজ্ঞরা বলেছেন, এই বছর থেকে চীনের মূলভূভাগ ১৫ ধরণের তাইওয়ানী ফলের ওপর শুল্কমুক্ত সুবিধা দান এবং , তাইওয়ানের স্বদেশবাসীদের জন্যে দু'টি প্যান্ডা উপহার দেয়া ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে তাইওয়া জনগণকে আমাদের সদিচ্ছা আরো দেখিয়ে দিয়েছে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অন্বেষণ হচ্ছে বর্তমান তাইওয়ানের প্রধান জনমত। তা স্বাধীন তাইওয়ানপন্থীদের দমন করার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।
|