(১৯০৫ সালের নানচিং সড়ক) নানচিং রোড সাংহাইয়ের সবচেয়ে আড়ম্বরপূর্ণ ও সমৃদ্ধ বাণিজ্য সড়ক, "চীনের প্রথম বাণিজ্য সড়ক" নামে পরিবিত। ১৮৫১ সালে নানচিং রোড নির্মিত হয়। তখন নানচিং রোড ছিল একটি গ্রামের ছোট রাস্তা। সাংহাই উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে, নানচিং রোডের বাণিজ্যও দ্রুত উন্নত হয়।
(আজকের নানচিং সড়ক)
নয়া চীন প্রতিষ্ঠার পর সড়কটির সার্বিক রুপান্তর, সমন্বয় ও পুনঃগঠন হয় এবং এর নাম বদলে সাংহাই বাণিজ্য কেন্দ্র হয়। রাতে পূর্ব নানচিং রোডের বাতি ঝলমল করে । নানচিং রোড তার চমত্কার স্থাপত্য, প্রচুর দকান-পাট, সমৃদ্ধি শালী সড়ক এবং সমুজ্জ্বল রাতের দৃশ্যের কল্যাণে "চীনের প্রথম বাণিজ্য সড়ক" নামে আখ্যায়িত।
(রাতের নানচিং সড়ক)
১৯৯৯ সালে এ "চীনের প্রথম বাণিজ্য সড়ক" হচ্ছে চীনের প্রথম সার্বক্ষণিক পথচারী সড়ক, এর দৈর্ঘ্য, মোট ১হাজার ৩৩ মিটার। নানচিং রোডে প্রচুর রেস্তোরাঁ, অবকাশ-যাপন ও চিত্তবিনোদনের সুযোগ-সুবিধা রয়েছে। নানচিং রোড তিনটি অংশে বিভক্তঃ জৌলষপর্ণ পূর্বাংশ, পেশাগত মধ্যাংশ এবং সমৃদ্ধ পশ্চিমাংশ।
নানচিং রোডে বহু বৈশিষ্ট্যময় দোকান আছে। নানচিং রোডে প্রচুর হোটেল, রেস্তোরাঁ স্ন্যাকস শপ আছে। পর্যটকরা সেখানে বিভিন্ন ধরনের মজার খাবার খেতে পারেন।
|