সাংহাই চীনের বৃহত্তম শিল্প ঘাঁটি ও বাণিজ্য কেন্দ্র। চীনের বৃহত্তম মহানগর।
সাংহাইয়ের ব্যাংকিং শিল্পের ইতিহাস দুশো বছরের বেশী। গত শতাব্দীর ৩০ ও ৪০এর দশকে সাংহাই চীন ও দূর-প্রাচ্য অঞ্চলের ব্যাংকিং কেন্দ্র ছিলো। এখনও তা দেশ-বিদেশের ব্যাংকিং, শেয়ার ও বীমা ক্ষেত্রে গুরত্বপূর্ণ কেন্দ্র।
সাংহাই চীনের একটি প্রযুক্তি ও সংস্কৃতি কেন্দ্র। সাংহাইয়ে ৩০টিরও বেশী বিশ্ববিদ্যালয় এবং এক হাজারেরও বেশী গবেষণা ও উন্নয়ন সংস্থা আছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সংখ্যা প্রায় এক মিলিয়ন। প্রতি ১০ হাজার লোকের মধ্যে বিজ্ঞান ক্ষেত্রের প্রাকৃতিক পেশাদার ব্যক্তি গড়পড়তা প্রায় ৪ শো জন। সাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খুবই দ্রুত উন্নত হচ্ছে। বহু নতুন প্রযুক্তিগত সাফল্য এখানে সৃষ্টি হয়। সাংহাইয়ের সংস্কৃতি, সংবাদ মাধ্যম, প্রকাশন। আর বেতার ও টেলিভিশন ব্রতও দ্রুত উন্নত হচ্ছে।
সাংহাই চীনের পরিবহণ কেন্দ্র। সাংহাই বন্দর বিশ্বের ১০টি বৃহত্তম বন্দরের অন্যতম। অভ্যন্তরীণ পরিবহণ সম্পূর্ণ উন্নত, আন্তর্জাতিক পরিবহণের ক্ষেত্রে বিশ্বের ১৬০টিরও বেশী দেশ ও চারশোরও বেশী বন্দরের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রতিদিন সাংহাই রেলওয়ে স্টেশন থেকে ৮০টিরও বেশী ট্রেন সারা দেশে আসা-যাওয়া করে। সাংহাইয়ের হোংছিয়াও বিমান বন্দরে চলাচলকারী যাত্রীবাহী বিমান রুট তিন শোরও বেশী, প্রতি বছরে গড়পড়তা ১৩ মিলিয়ন যাত্রী পরিবহণ করা হয়। সাংহাইয়ের আরেকটি বিমান বন্দরে ফুতোং বন্দর প্রতিদিন প্রায় ৫৬০টি বিমান আসা-যাওয়া করে। ফুতোং বিমান বন্দরের দেশী- বিদেশী এয়ার লাইন্স কম্পানি ৪৮টি হয়েছে, ৭৩টি বিদেশী শহর ও ৬২টি চীনা শহরকে সংযুক্তকারী লাইন আছে।
সাংহাই একটি আন্তর্জাতিক ও জাতীয় টেলিযোগাযোগ কেন্দ্র।
সাংহাইয়ের আবহাওয়া আর্দ্র, বছরের গড়পড়তা তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস। সাংহাইয়ের চারটি ঋতু স্পষ্ট, জুলাই মাসের তাপমাত্রা সবচেয়ে বেশী, দিনের গড়পড়তা তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস। জানুয়ারী মাসের তাপমাত্রা সর্বনিম্ন, দিনের তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস।
সাংহাইয়ের আয়তন প্রায় ৬৩৪০.৫ বর্গ কিলোমিটার, ১৬টি ডিস্ট্রিক্ট ও চারটি জেলা নিয়ে গঠিত। এলাকায় আয়তন ৩২৪৮.৭ বর্গ কিলোমিটার, জেলার আয়তন ৩০৯১.৮ বর্গ কিলোমিটার। সাংহাইয়ের লোকসংখ্যা মোট এক কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৮০০। পৌর এলাকার লোকসংখ্যা এক কোটি সাত লাখ ৬ হাজার ২০০ এবং জেলাগুলোর লোকসংখ্যা ২৩ লাখ ৫৯ হাজার ৬০০।
|