v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-22 16:38:15    
জার্মানী

cri
    জার্মানী ইউরোপের মধ্যাংশে অবস্থিত। তার পূর্ব দিকে পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র, দক্ষিণ দিকে অস্ট্রিয়া ও সুইজার্ল্যান্ড; পশ্চিম দিকে নেদারল্যান্ডস, বেলজিয়াম , লুকসেমবার্গ ও ফ্রান্স । উত্তর দিকে ডেনমার্ক। জার্মানীর আয়তন মোট ৩.৫৭ লক্ষ কিলোমিটার। জনসংখ্যা প্রায় আট কোটি ৩০ লক্ষ। সংখ্যাগরিষ্ঠ লোক জার্মান। জনগণ প্রোটেস্ট্যান্ট খ্রীস্টান ধর্ম ও ক্যাথলিক খ্রীষ্টান ধর্মে বিশ্বাস করে। জার্মান ভাষা আনুষ্ঠানিক ভাষা। জার্মানীর রাজধানী বার্লিন।

    ১৮৭১ সালে ঐক্যবদ্ধ জার্মানী প্রতিষ্ঠিত হয়। এই দেশ ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ বাধায়। ১৯১৮ সালে জার্মানী পরাজিত হয়। ১৯১৯ সালে ওয়েমার প্রজাতন্ত্র গঠিত হয়। ১৯৩৩ সালে হিটলার জার্মানীর রাষ্ট্র প্রধান পরিণত হওয়ার পর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ বাঁধে। ১৯৪৫ সালে জার্মানী আত্মসর্ম্পনের কথা ঘোষণা করে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ হওয়ার পর ইয়ালটা চুক্তি ও পোটস্টাম চুক্তি অনুয়ায়ী, জার্মানীকে আলাদা আলাদাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ,ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েট ইউনিয়ন এই চারটি দেশ দখল করেছে। ১৯৪৯ সালের ২৩ মে মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও ফ্রান্স নিয়ন্ত্রিত পশ্চিম অঞ্চলে ফেডারেল জার্মানী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। একই বছরের ৭ অক্টোবর সোভিয়েট ইউনিয়নের দখলকৃত পূর্ব অঞ্চলে গণতান্ত্রিক জার্মানী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের ৩   অক্টোবর গণতান্ত্রিক প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে ফেডারেল প্রজাতন্ত্রে পরিণত হয়। এভাবে জার্মানীর ঐক্য বাস্তবায়িত হয়।

    জার্মানী একটি উঁচু পর্যায়ের শিল্পোন্নত দেশ। অর্থনৈতিক শক্তির দিক থেকে জার্মানী ইউরোপে প্রথম এবং বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ২০০৪ সালে তার জি.ডি.পি প্রায় ৩০০০ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা পিছু জি.ডি.পি প্রায় ৩৬ হাজারের বেশি মার্কিন ডলার।

    জার্মানী বিশ্বের প্রথম বাণিজ্যিক দেশ। জার্মানী বিশ্বের ২৩০টি দেশ ও অঞ্চলের সঙ্গে জার্মানীর বাণিজ্য সম্পর্ক আছে। তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক দেশ। ২০০৪ সালে বৈদেশিক বাণিজ্যের আয় ছিল প্রায় ১৮০০ বিলিয়ন মার্কিন ডলার।

    ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত রপ্তানি আয় বিশ্বের প্রথম স্থানে ছিলো।

    ১৯৭২ সালের অক্টোবর চীন ফেডারেল জার্মানীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর, চীন ও জার্মানী বরাবরই সুষ্ঠুভাবে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখছে। ১৯৭৫ সালে জার্মানীর চ্যান্সেলর স্মিথ , জার্মানীর প্রথম সরকার প্রধান হিসেবে চীন সফর করেছেন। চার বছর পর চীনের প্রধানমন্ত্রী জার্মানী প্রথম সফর করেছেন। ১৯৯৮ সালে গেরহারদ শ্রোয়েদার জার্মানীর চ্যান্সেলর হিসেবে ছয়বার চীন সফর করেছেন। চিয়াং চে মিং, চু রোং চি, হু চিন থাও , ওয়েন চিয়া পাও প্রমুখ চীনের নেতারাও আলাদা আলাদাভাবে জার্মানী সফর করেছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে দু'পক্ষের উচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ আদানপ্রদান বজায় রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতায় অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জিত হচ্ছে। আন্তর্জাতিক ব্যাপারাদিতে পরামর্শ ও সহযোগিতাও ক্রমে ক্রমে জোরদার হচ্ছে। বিশেষ করে, আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে ২০০২ সালের পর, চীন আর জার্মানী এশিয়ায় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। এটা জাপানের বাণিজ্য মূল্যকে ছাড়িয়ে গেছে ।মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানীর প্রথম বাণিজ্য অংশীদার এবং চীন দ্বিতীয়। একটানা ৩০ বছরে জার্মানী ইউরোপে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন ও জার্মানীর দ্বিপাক্ষিক বাণিজ্যিক আয় ৫৪.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।