গ্রীসের প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াস এবং সফররত জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ২১ ডিসেম্বর এথেন্সে বলেছেন, পৃথিবীর সম্মুখীন সন্ত্রাসের হুমকি সমস্যা সামরিক দমন-পীড়নের উপায়ে সমাধান করা খুবই কঠিন। এই সমস্যার মৌলিক সমাধানের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া দরকার।
সাক্ষাত্কার শেষ হবার পর আয়োজিত একটি যুক্ত সংবাদ সম্মেলনে পাপৌলিয়াস বলেছেন, দু'পক্ষ একমত হয়েছে যে, শুধু দমন-পীড়ন উপায়ের মাধ্যমে সন্ত্রাসবাদ সমস্যা কার্যকরভাবে সমাধান করা যাবে না। সন্ত্রাসী তত্পরতা মৌলিকভাবে নির্মূল করার জন্য জনগণের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়ন করা এবং মানবাধিকার সম্মান করা প্রয়োজন।
দুই নেতা ইরাককে একটি একীভূত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে তাঁরা মনে করেন, স্বাধীন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা হচ্ছে মধ্যপ্রাচ্যের ন্যায্য ও দীর্ঘকালীন শান্তি বাস্তবায়নের একমাত্র পদ্ধতি।
|