২১ ডিসেম্বর প্রকাশিত ' শিল্প কাঠামোর রদবদল তরান্বিত করার অস্থায়ী কিধানে' বৈদেশিক পুঁজি ঘনীভূত অঞ্চলে শিল্পের রকমারিতা উন্নত করার তাগিদ নেয়া হয়েছে। এই দলিলপত্রে বলা হয়েছে, যে বৈদেশিক পুঁজি আকর্ষণের ক্ষমতা অপেক্ষাকৃত বেশী এমন অঞ্চল আর উন্নতঅঞ্চলকে উত্পাদন আর তৈরীর রকমারিতার দিকে বিশেষ নজর দিতে হবে। তা ছাড়া, উন্নয়ন গবেষণা , আধুনিক লজিস্টিক্ম প্রভৃতি ক্ষেত্র প্রসারিত করতে হবে।
দালিলপত্রে আরও বলা হয়েছে , উচ্চ মাত্রার দূষিত পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করতে হবে, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম আর দেশের অভ্যন্তরে দুলর্ভ সম্পদ আমদানিতে উত্সাহ দিতে হবে।
|