v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-21 20:32:18    
২১ ডিসেম্বর ক্রীড়া সংবাদ

cri
    ১৫ ডিসেম্বর পেইচিংএ আয়োজিত একটি সেমিনারে সভায় চীনের অলিম্পিক্ম সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে, ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের সাক্ষাতকার নেওয়ার জন্যে ২১ হাজার ৬০০ জন সংবাদদাতা নাম জমা দিয়েছেন। এই সংখ্যা এথ্যন্স অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী সংবাদদাতার সংখ্যা ছাড়িয়ে গেছে। জানা গেছে, পেইচিং অলিম্পক গেমসে প্রায় ৩০ হাজার দেশী-বিদেশী সংবাদদাতাদের উপস্থিত থাকবেন। পেইচিং অলিম্পিক্স সাংগঠনিক কমিটির কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন , তারা দেশী-বিদেশী সংবাদদাতাদের জন্যে শ্রেষ্ঠ আর সুবিধাজনক পরিসেবা যুগিয়ে দেবেন।

    অষ্টম বিশ্ব উসু চ্যাম্পীয়নশীপ ১৪ ডিসেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সমাপ্ত হয়েছে। চীন দল এবারকার প্রতিযোগিতায় ১৮টি স্বর্ণপদক অজর্ন করেছে। স্বর্ণপদকের দিক থেকে চীন দলের স্থান প্রথম। ৬৫টি দেশ আর অঞ্চলের ৮ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ভিয়েতনাম আর মালয়েসিয়া দল যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় হয়েছে।

    বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা –২০০৫ ১৮ ডিসেম্বর চীনের ইইয়াং শহরে সমাপ্ত হয়েছে। চীন দল এবারকার প্রতিযোগিতার সমস্ত ৫টি স্বর্ণপদকের সবকটি পকেটস্থ করেছে।

    নবম বিশ্ব কার্প নারী টেবিল-টেনিস প্রতিযোগিতা ১৫ ডিসেম্বর চীনের কোয়াংচৌতেসমাপ্ত হয়েছে। বিশ্বের এক নম্বর নারী একক খেলোয়াড় জেন ই নিন ৪-০ সেটে তাঁর সতীর্থ গুও ইংকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছেন। এটা হল তাঁর চতুর্থ বিশ্ব কার্প অর্জন।

    ২০০৫ সালের আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বিশ্ব ক্লাব চ্যাম্পীয়নশীপের ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর জাপানে ইয়োকোহামায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের সাও পোলো দল ১-০ গোলে ইংগল্যান্ডের লিভরপুল দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছে। ছ'টি মহা দেশের ক্লাব প্রতিযোগিতার চ্যাম্পীয়ন দল এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে।