v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-21 20:14:55    
২১ ডিসেম্বর

cri
স্টালিনের জন্ম(১৮৭৯ সালের ২১ ডিসেম্বর)

ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন , সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা , আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক । স্টালিনের আগেকার নামের পদবী ছিলো জুগাস্ভিলি । ১৮৭৯ সালের ২১শে ডিসেম্বর রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্ম।

১৮৯৪ সালে মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে বিপ্লবী তত্পরতায় যোগ দেন । ১৮৯৮ সালে রাশিয়ার সোসাল ডেমোক্র্যাটিক লেবার পার্টিতে যোগ দেন । ১৯০৫ সালের ডিসেম্বর মাসে গোটা রাশিয়ার বলশেভিকের প্রথম সম্মেলনে প্রথমবারের মতো লেনিনের সংগে সাক্ষাত্ করেন।

১৯০১ সালের মার্চ মাস থেকে ১৯১৭ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত সময়ের মধ্যে স্টালিন সাতবার গ্রেফ্তার হন , ছয়বার নির্বাসিত হন এবং পাঁচবার নির্বাসনস্থল থেকে পালিয়ে যান । ১৯২২ সালের এপ্রিল মাসে পার্টির একাদশ কংগ্রেসে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অধিবেশনে সোভিয়েত্ বলশেভিক কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।

১৯২৪ সালের জানুয়ারী মাসে লেনিনের মৃত্যুর পর স্টালিন ক্রমে ক্রমে সোভিয়েত্ ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের প্রধান নেতায় পরিণত হন । তাঁর নেতৃত্বে গোটা পার্টি ও সমগ্র দেশের জনগণ সমাজতান্ত্রিক শিল্পায়ন ও কৃষির সমষ্টিকরণ বাস্তবায়িত করে সমাজতান্ত্রিক রূপান্তর ও গঠনের ক্ষেত্রে সাফল্য অর্জন করেন ।

( দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে) সোভিয়েত ইউনিয়নের দেশরক্ষা যুদ্ধ শুরু হওয়ার পর সোভিয়েত্ ইউনিয়নের সশস্ত্র শক্তির সর্বাধিনায়ক হন । তাঁর নেতৃত্বে সোভিয়েত্ জনগণ চার বছর ধরে দুরুহ সংগ্রাম চালিয়ে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে মহান বিজয় অর্জন করে বিশ্বের শান্তি ও মানবজাতির প্রগতির জন্য অবদান রাখেন । যুদ্ধের পর তাঁর নেতৃত্বে সোভিয়েত্ জনগণ দ্রুত জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার ও বিকশিত করেন । ১৯৫৩ সালের ৫ই মার্চ তাঁর মৃত্যু হয় । স্টালিন সোভিয়েত্ ইউনিয়নের বিপ্লব ও গঠনব্রতে বিরাট অবদান রেখেছেন এবং একই সময় কতকগুলো গুরুতর ভুলও করেছেন ।

১৯৬৪ সালের ২১ ডিসেম্বর চীনে প্রথমবারের মতো দেশের " চার আধুনিকায়ন বাস্তবায়নের" প্রস্তাব

১৯৬৪ সালের ২১ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে " চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব" দাখিল করেন । তিনি বলেছেন, "এক অনতি দীর্ঘ সময়পর্বের মধ্যে চীনকে একটি আধুনিক কৃষি, আধুনিক শিল্প, আধুনিক জাতীয় প্রতিরক্ষা এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পন্ন এক শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।"

চীনের জাতীয় গণ কংগ্রেস এই প্রস্তাব -সহ চৌ এনলাইয়ের দেয়া "সরকারী কার্যবিবরণী" অনুমোদন করেছে এবং লিউ শাওচিকে রাষ্ট্রের চেয়ারম্যান নির্বাচিত করেছে, চু তেকে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছে এবং চৌ এনলাইকে আবার প্রধানমন্ত্রী নিযুক্ত করেছে।

১৯৯১ সালের ২১ ডিসেম্বর আলমা' আটা ঘোষণা স্বাক্ষরিত এবং সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি

১৯৯১ সালের ২১ ডিসেম্বরসোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা' আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে "আলমা'আটা ঘোষণা" স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।

ঘোষণাটিতে বলা হয়, "স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থ প্রতিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বের অবসান ঘটবে।"