ই ইউ পরিষদের চেয়ারম্যান বারোসো, সংসদের চেয়ারম্যান বোরেল ও ইউনিয়নের পালক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লায়ার ২০ ডিসেম্বর ব্রাসেল্সে একটি যৌথ ঘোষণায় একীভূত উন্নয়ন নীতি বাস্তবায়ন করা, অন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে ই ইউ'র অবস্থান আরো জোরদার করার সিদ্ধান্ত প্রকাম করেছেন।
এ ঘোষণা "ইউরোপ একায়নের" যৌথ ঘোষণা বলা হয়। ই ইউ'র ২৫টি সদস্য দেশ আর ই ইউ পরিষদের উচিত ভবিষ্যতে একই কাঠামোতে আরো কার্যকর ও সমন্জস্যপুর্ণ ই ইউ উন্নয়ন নীতিতে যৌথভাবে পরিসেকা দেয়া, জাতি সংঘের সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা, আফ্রিকাসহ অন্যান্য পশ্চাত্পদ অঞ্চলের দারিদ্র্যমোচন ও গণতন্ত্রের বাস্তবায়নের জন্যে সাহায্য দেয়া, যাতে ই ইউ আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা ক্ষেত্রের নেতৃস্থান আরো জোরদার করা যায়।
জনমত এই যে, এ ঘোষণা ই ইউ'র উন্নয়ন নীতির মূল্য, লক্ষ্য ও কার্যকরীকরণের ক্ষেত্রে ই ইউ'র কার্যকরীকরণ, তত্ত্বাবধান নীতি প্রণয়কারী তিনটি প্রধান সংস্থার প্রথম মতৈক্য।
|