কিছু দিন আগে প্রকাশিত নিয়মবিধি অনুসারে চীন দেশের বিশ-বাইশটি কর্মক্ষেত্রকে উত্সাহ দেওয়া , সীমিত করা আর বাতিল করা এই তিন ভাগে বিভক্ত করবে । ক্ষুদ্রাকার লোহা ঢালাই আর বৈদ্যুতিক জেনারেটরের মতো শক্তিক্ষয় ও গুরুতর পরিবেশ দুষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে ।
২১ ডিসেম্বর চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির শিল্প নীতি প্রনয়ন বিভাগের প্রধান লিউ চি পেইচিংয়ে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় বলেছেন , শক্তিক্ষয় ও গুরুতর পরিবেশ দুষনকারী শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করা হবে । এই সব শিল্পপ্রতিষ্ঠানে অর্থবিনিয়োগ নিষিদ্ধ করা ছাড়াও শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাকী পন্য ব্যবহারের জন্যে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয়া হবে । সরকারের বন্ধের অমান্যকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
|