মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কট মেকলেল্লান ২০ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ একইদিনে আলাদা আলাদাভাবে ইরাকের প্রেসিডেন্ট জালাল টালাবানি ও প্রধানমন্ত্রী জাফারির সঙ্গে টেলিফোন যোগে কথাবার্তা বলেছেন। টেলিফোনে বুশ ইরাকের নির্বাচন সাফল্যমন্ডিত অনুষ্ঠান হবার জন্য অভিনন্দন জানিয়েছেন।
মুখপাত্র বলেছেন, ইরাকের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল যে সক্রীয়ভাবে নির্বাচনে যোগ দিয়েছে, বুশ টেলিফোনেতার প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের পুনর্গঠন এবং সাদ্দাম প্রশাসনের অবশিষ্ট শক্তি ও সন্ত্রাসবাদের উপর আঘাত হানার প্রতি অব্যাহতভাবে সমর্থন দেয়ার কথা তিনি আরেক বার ঘোষণা করেছেন।
|