২০ ডিসেম্বর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরাকে মোতায়েন ইউক্রেনের সর্বশেষ কিস্তী মোট ৮৭৬ সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরাক থেকে ইউক্রেনের সব সৈন্য ৩০ ডিসেম্বরের আগেই ইউক্রেনে ফিরে যাবে। প্রথম কিস্তী ১২০ জন সৈন্য দুটো পরিবহন বিমান যোগে ইরাক ত্যাগ করেছে। অনুমান করা যাচ্ছে, ২০ ডিসেম্বরের সন্ধ্যায় তারা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে পৌঁছবে।
প্রথম দিকে ইউক্রেন ইরাকে ১ হাজার ৬৫০ জন অফিসার আর সৈন্য পাঠিয়েছে। তারা প্রধানত ইরাকের দক্ষিণ ও মধ্য অঞ্চলে মোতায়েন হয়েছে এবং পোল্যান্ডের বাহিনীর পরিচালনার অধীনে থাকে। চলতি বছরের মার্চ মাসে ইউক্রেন ইরাক থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবার পরও ইউক্রেনের ৫০ জন সামরিক ব্যক্তি ইরাকে থেকে যাবেন। তাঁরা ইরাকের যুদ্ধোত্তর পুনর্গঠনে সাহায্য করবেন এবং ইরাকী সৈন্য প্রশিক্ষণ দেবেন।
|