৬০ তম জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০ ডিসেম্বর গৃহীত একটি প্রস্তাবে সংঘর্ষ হবার পর দেশ ও অঞ্চলকে স্থায়ী শান্তি বাস্তবায়নে সাহায্য করার জন্যে 'শান্তি নির্মাণ কমিটি' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী এই কমিটি নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদেশ সহ ৩১টি সদস্য নিয়ে গঠিত। জাতিসংঘের মহাসচিব, নিরাপত্তা পরিষদ এবং অর্থনীতি ও সমাজ পরিষদ ইত্যাদি পক্ষের দাবি অনুযায়ী এই কমিটি সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের পরিস্থিতির ওপর অব্যাহতভাবে নজর রাখবে, যাতে যুদ্ধ আবার শুরু হওয়া এড়ানো যায়।
জানা গেছে, 'শান্তি নির্মাণ কমিটি' প্রতিষ্ঠা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে সম্পাদিত 'ফলাফলের দলিল'-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে একটি।
|