|
চীন এখনও একটি উন্নয়নমুখী দেশ
cri
|
২০ ডিসেম্বর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং গান বলেছেন, চীন এখনও একটি উন্নয়নমুখী দেশ। ২০ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুরো ২০০৪ সালে চীনের জি দি পির উপাত্তবেশী করে তুলার পর দেখা গেছে, চীনের মোট জি ডি পির পরিমাণ ১.৯৩ ট্রিলিয়ান হয়ে বিশ্বের তালিকায় সপ্তম থেকে ষষ্ঠ স্থানে রয়েছে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় ছিন কাং জোর দিয়ে বলেছেন, যদিও চীনের জি ডি পির মোট অংক দেখতে বিশাল, তবু মাথাপিছু জি ডি পি বিশ্বের তালিকায় ১০০ তম স্থানের পর। অর্থনীতি বিকশিত করা আর , জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এখনও চীন সরকার আর চীনা জনগণের দীর্ঘস্থায়ী কতর্ব্য।
|
|