১৯ ডিসেম্বরউত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে , উত্তর কোরিয়া বর্তমান গ্রাফাইট রি-এক্টর দিয়ে শান্তিমূলক পারমানবিক তত্পরতা চালাবে এবং উপযুক্ত সময় নিজের লাইট ওয়াটার রি-এক্টর উন্নয়ন করবে ।
বিবৃতিতে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র একতরফাভাবে উত্তর-কোরিয়া ' কাঠামো চুক্তি' লংঘন করে উত্তর কোরিয়াকে লাইট ওয়াটার রি-এক্তর প্রকল্পে সাহায্য বন্ধ করেছে । এটা উত্তর কোরিয়ার জাতীয় অর্থনীতির উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নগুরুতর ভাবে ব্যাহত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে , যুক্তরাষ্ট্রের আচরণ থেকে এটা প্রমানিত হয়েছে যে উত্তর কোরিয়া যে পারমানবিক ব্যবস্থাগুলো বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে , তা' এক সুবিজ্ঞ সিদ্ধান্ত। উত্তর কোরিয়া নিজের প্রযুক্তি ও শক্তির উপর নির্ভর করে নিজের লাইট ওয়াটার রি-এক্টর প্রতিষ্ঠার প্রচেষ্টা করবে ।
|