চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন, ছ'পক্ষীয় বৈঠকের সভাপতি দেশ হিসেবে চীন ছ'পক্ষীয় বৈঠক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ আর পরামর্শ অব্যাহতভাবে বজায় রাখতে ইচ্ছুক। মুখপাত্রবলেছেন, বতর্মানে ছ'পক্ষীয় বৈঠক কিছুটা অনির্দিষ্ট উপাদানের সম্মুখীন হচ্ছে। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ বৈঠকের সামগ্রিক পরিস্থিতিবিবেচনা ও পরষ্পরকে সম্মান করে যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে সংশ্লিষ্ট সমস্যাসমাধান করবে। চীন আগের মতো ভবিষ্যতেও ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, চীন, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া , রাশিয়া এবং জাপানের অংশ গ্রহণে কোরীয় পরমাণু সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পযার্য়ের অধিবেশন গত ১১ নভেম্বর পেইচিংএ সমাপ্ত হয়েছে। চেয়ারম্যান বিবৃতিতে স্থির হয়েছিল দ্বিতীয় পযার্য়ের অধিবেশন যত তাড়াতাড়ি সম্ভব অনু্ষ্ঠিত হবে। কিন্তু এখন পযর্ন্তএই অধিবেশন আয়োজনের সময়সূচীতে কোন মতৈক্য অর্জিত হয়নি।
|