পাকিস্তান এবং ভারত ২০ ডিসেম্বর দু'দেশের মধ্যে চতুর্থ যাত্রী-পরিবহণ সড়ক লাইন চালু করা প্রসঙ্গে দু'দিন ব্যাপী বৈঠক করেছে।
খবরে প্রকাশ, এই সড়ক ভারতের উত্তরাংশের অমৃত্সর থেকে পাকিস্তানের শিখ ধর্মের বিখ্যাত স্থান, অর্থাত্ নানকানা সাহিব পর্যন্ত বিস্তৃত করবে। এই লাইন চালু হলে ধর্মীয় আচার পালনেচ্ছু ভারতীয় শিখদের সুবিধা হবে।
১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তান এবং ভারত দু'দেশের মধ্যে তিনটি যাত্রী-পরিবহণ সড়ক লাইন চালু করেছে।
|